শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা॥ মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে কলাপাড়ায় ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের খেপুপাড়া নদী উপ-কেন্দ্রে আয়োজনে বুধবার সকালে বাদুরতলী খন্দকার সায়েদুজ্জামানের পুকুরের পানি পরীক্ষার মাধ্যমে ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের সেবা প্রদান করেন, মৎস্য গবেষনা ইনস্টিটিউটের খেপুপাড়া নদী উপ-কেন্দ্রে’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, এসময় তিনি ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের মাধ্যমে সেবা সমূহ পানির গুনা গুন নির্ণয়, মৎস্য রোগ সম্পর্কিত সেবা, মৎস্য খাদ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ ও মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ সেবা প্রদান করার কথা উপস্থিত মাছ চাষিদের মাঝে তুলে ধরেন।
এসময় আরো বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির , সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, বৈজ্ঞানিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক খান প্রমুখ। ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের প্রথম দিন ২০ জন চাষিকে সেবা প্রদান করা হয়।
Leave a Reply