শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে ৩৫ জন প্রতিবন্ধীকে এ সহায়তা প্রধান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা নির্বাচন অফিসার আদুল রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তারসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply