সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০, ২১ বা ২২ জুলাই প্রকাশ করা হতে পারে।মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ওই তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সম্ভাব্য তারিখগুলোর মধ্যে যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দেওয়া সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।প্রথা অনুযায়ী ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হয়।এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন।
Leave a Reply