ইলিশ রক্ষা অভিযানে কঠোর অবস্থানে থাকবে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন Latest Update News of Bangladesh

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




ইলিশ রক্ষা অভিযানে কঠোর অবস্থানে থাকবে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন

ইলিশ রক্ষা অভিযানে কঠোর অবস্থানে থাকবে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন




আরিফ হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধিঃ আজ মধ্যরাত থেকে আগামী ২২ দিন মা ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে নদীতে ইলিশ শিকার, ক্রয়, বিক্রয় ও বহনের উপর দেশব্যপি নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

 

  1. সরকারের নেয়া এই পদক্ষেপ বাস্তবায়নে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কঠোর অবস্থানে থাকবে বলে হুশিয়ারি দিয়েছে সংশ্লিষ্টদের। “মা” ইলিশ রক্ষায় পূর্বপরিকল্পনা অনুযায়ী উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও আইনস্মৃখলা বাহীনির সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

 

এদিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম পূর্বের কর্মস্থল হিজলা উপজেলার মৎস্য অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কঠোর অভিযানের ইঙ্গিত দিয়েছেন।
বাবুগঞ্জের আওতাধীন সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ৬শত ৩২ হেক্টর জলসীমায় কঠোর নজরদারিতে রাখা হবে বলে সকল প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে সূত্র। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, ইতি মধ্যে উপজেলার ১৯৩৮জন কার্ডধারি জেলের জন্য চাল বরাদ্ধ হয়েছে। যা বিতরনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার বিভিন্ন নদীতে মাইকিং, হাট-বাজারে সভা করে সকলকে সচেতন করা হয়েছে। ৩২৭২জন কার্ডধারি জেলের মধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা করে ১৯৩৮জন কার্ডধারি জেলে পরিবারের মধ্যে চাল পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

এদিকে বিভিন্ন নদী তীরবর্তী এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানাযায়, নিষেধাজ্ঞা মৌসুমে মাছ শিকারের জন্য সিজোনাল জেলেরা ব্যপক প্রস্তুতি নিয়েছে । কারেন্ট জাল ও শত শত দ্রুত গতি সম্পন্ন নৌকার ব্যবস্থা করেছে তারা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম প্রতিবেদককে বলেন, ‘মা’ ইলিশ রক্ষা অভিযান সফল করতে সকলকে সহযোগীতা করার অনুরোধ করা যাচ্ছে । এ অভিযানে কোন ধরনের সুপারিশ গ্রহন করা হবে না। সরকারের নীতিমালা ও আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD