শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটির নেতা-কর্মীরা। এসময় তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয়, ফলে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। শুক্রবার সকালে তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ি কোনা এলাকাসহ বিভিন্ন সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সদস্য সচিব আব্দুল গফুরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সাধারণ জনগণও বিক্ষোভে যোগ দেয়, ফলে সড়কের যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা একত্রে অভিযান চালায়। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং অবরোধকারীদের সরিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বলেন, আব্দুল গফুরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। তারা এই হামলাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেন। এ ধরনের সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন দলটির নেতারা।
এদিকে বিক্ষোভ ও অবরোধের কারণে সড়কপথে চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের বিকল্প পথে যাতায়াত করতে হয়। তবে নৌবাহিনীর তৎপরতায় দ্রুত সড়ক যোগাযোগ পুনরুদ্ধার হয়।
Leave a Reply