সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ আগৈলঝাড়ায় তিন শতাধিক ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া অপর ব্যবসায়িসহ দুই জনকে আসামী করে পুলিশের মামলা দায়ের।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে এসআই সাহাবুদ্দিনের নেতৃত্বে এসআই জামাল হোসেন, এএসআই নেছার উদ্দিন, এএসআই মাহাবুব শুক্রবার রাতে অভিযান চালিয়ে উত্তর বারপাইকা ছলেমানের চায়ের দোকানের সামনে থেকে সুনীল মালাকার (৩৮)কে ৩০২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ সময় সুনীলের সহযোগী বারপাইকা গ্রামের মৃত নগেন মন্ডলের ছেলে চিিহ্নত মাদক কারবারি বিকাশ মন্ডল পালিয়ে যায়। গ্রেফতারকৃত সুনীল মোল্লাপাড়া গ্রামের মৃত সিদ্ধেশ্বর মালাকারের ছেলে।
এঘটনায় এসআই সাহাবুদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতেই আটক সুনীল ও পালিয়ে যাওয়া বিকাশকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-৮(২৭.৯.১৯)। গ্রেফতারকৃতকে শনিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply