বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
থানা প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর সেরাল গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে রুবেল হাওলার (২৩) ও গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের আইয়ুব আলী খন্দকারের ছেলে খলিল খন্দকার (২৪) কে রোববার রাতে সেরাল গ্রামের বড় হাওলাদার বাড়ির সামনের রাস্তার থেকে গ্রেফতার ৫ পিস ইয়াবাসহ এসআই দোলোয়ার হোসেন গ্রেফতার করেছে।
এ ঘটনায় ওই রাতেই এসআই দোলোয়ার হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন, যার নং-১১(১৯.৫.১৯)। গ্রেফতারকৃতদের সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply