মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছো। বুধবার (১০ মার্চ) সকাল ১১টায় এয়ারপোর্ট থানার নির্মানাধীন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)। এসময় তিনি ওপেন হাউজ ডে’তে উপস্থাপিত ভুক্তভোগীদের সমস্যার বিপরীতে গৃহীত পদক্ষেপ পর্যালোচনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি জবাবদিহিতা নিশ্চিত করেন এবং উপস্থিত সকল ভুক্তভোগীর সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘ওপেন হাউজ ডে’তে সাধারণত তিন ধরনের আবেদন সরাসরি গুরুত্ব সহকারে শোনা হয় ; ভুক্তভোগীর কথা, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ তথা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে বিএমপি কমিশনার বলেন, ‘আপনার নিজের প্রয়োজন না থাকলেও সমাজের প্রয়োজনে এই ওপেন হাউজ ডে’তে আপনি নিয়মিত আসবেন, যারা জানে না এর সুফল জানিয়ে তাদেরকেও নিয়ে আসবেন। নিয়মিত তথ্য দিয়ে পাশে থেকে সমাজে অপরাধ দানা বাধার আগেই তা নির্মূল প্রক্রিয়ার অংশ হিসেবে প্রো-অ্যাকটিভ পুলিশিং জোরদারে আমাদের সহায়তা করার মাধ্যমে পাশে থাকবেন, যেন বড় ধরনের কোন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্ভব বা বড় ধরনের কোনো সংঘর্ষ হবে না।
তিনি আরও বলেন, থানার অফিসার ইনচার্জকে থানা এলাকার একজন সামাজিক নেতা হিসেবে জনগণের নিয়মিত খোঁজ নিতে হবে, কোথায় কি হচ্ছে তা দ্রুততম সময়ে নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
লক্ষণীয় যে, ওপেন হাউজ ডে’তে জমিজমা সংক্রান্ত বিরোধের নিজেকে অভিযোগ অনিয়ম বেশি হয়ে থাকে, দখলদারকে বিতাড়িত করার পুরনো সংস্কৃতি এখনো রয়ে গেছে। জমির প্রতি ন্যায়সঙ্গত দাবি থাকতে পারে দাবি আদায় করতে গিয়ে আদালতের নির্দেশ ব্যতিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্ভব, হয় এমন কিছু করা যাবে না। আদালতের নির্দেশক্রমে স্থানীয় সুশীল সমাজের সর্বস্তরের জনগণ নিয়ে পুলিশে শান্তিপূর্ণভাবে সামাজিক সমাধান দিতে পারে মাত্র।
বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার জনগণের সম্পৃক্ততা, সহযোগিতা সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ সমাজ উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা, এয়ারপোর্ট থানার সদ্য পদায়িত অফিসার ইনচার্জ কমলেশ হালদার,
থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) এস.এ. জাহিদ-বিন-আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় ওপেন হাউজ ডে’তে আগত জনগণের বক্তব্যে কর্তব্য পালনে তথা করোনাকালীন ভূমিকায় তিনি একজন মানবিক পুলিশ হিসেবে প্রশংসিত হন।
এসময়ে উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোহাম্মদ ফয়সালসহ থানার অফিসারবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Leave a Reply