মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তর ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা জোনের দায়িত্বে থাকা উৎপর কুমার দে’কে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। তাকে ওএসডি (রিজার্ভে) করে গণপূর্ত মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তার ওই জোনে নতুন করে কাউকে পদায়ন করা হয়নি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম রেজাউল করিম মঙ্গলবার নিজ জেলা পিরোজপুর সফরে যাওয়ার পূর্বে এ সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করেন বলে মন্ত্রনালয়ের একটি দায়িত্বশিল সূত্র জানিয়েছে।
জানাগেছে, ১৫ তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন উৎপল কুমার দে। গণপূর্ত অধিদপ্তরের নবগঠিত মেট্রো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত জুন মাসে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) গেলে উৎপল কুমার দেকে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।
এর আগে আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে তাকে নিয়ে নানা বিতর্ক ছিল। যার মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। ওই কমিটির রিপোর্ট আদৌ আলোরমুখ দেখেনি।
এদিকে গোপন সূত্র জানায়, যুবলীগ নেতা জি কে শামীম পুলিশের রিমান্ডে জানিয়েছেন তিনি গণপূর্তের টেন্ডারবাজিতে সাবেক অবসরে যাওয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইকে চারশ কোটি টাকাসহ প্রায় ২০ জন কর্মকর্তাকে প্রতি মাসে মোটা অংকের ঘুষ দিয়ে আসছিলো। উৎপল কুমার দে’কে দায়িত্ব থেকে অব্যহতির কারন সেটিও হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যদিও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এরইমধ্যে জানিয়েছেন, জি কে শামীম কীভাবে এতো কাজ পেয়েছে তা তদন্ত করে দেখা হবে।
Leave a Reply