মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবদক॥ আগামী ৪ জুলাই হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান উদ্যাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আলোচনা সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১১টায় নগরীর আমতলার মোড়ে মেট্রোপলিন পুলিশ কমিনার কার্যালয়ের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এতে মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন, কাউনিয়া ও কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ সহ পুলিশ কর্মকর্তা হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে রথ গমনকালীন সময় ও রুটে সাধারন যানবাহন ও গনপরিবহন নিয়মিত থাকার সিদ্ধান্ত হয়। তাছাড়া বরিশাল মহারনগরে চলাচলকারী সর্ব সাধারনের যানবাহন চালক গনকে বিকল্প রাস্তায় চলাচল করার জন্য পুলিশ কমিশনার অনুরোধ জানিয়েছেন।
পুলিশ কমিশনার কার্যালয় থেকে নানানো হয়েছে, ৪ জুলাই বিকাল সাড়ে ৪টা হতে সাড়ে ৬ট পর্যন্ত নতুন বাজার ইসকন মন্দির হতে নতুন বাজার হয়ে জেলখানার মোড়, নাজিরের পুলশ হয়ে স্ব-রোড, বাজার রোড হয়ে চকবাজার, ফজলুল হক এভিনিউ, কাকলীর মোড়, বগুরা রোড, শীতলা খোলা, নতুন বাজার হয়ে অমৃতাঙ্গন।
বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত সদর রোড মন্দির হতে শুরু হয়ে কাকলীর মোড়, সিটি কর্পোরেশনের সামনে থেকে চক বাজার, বাজার রোড, স্ব-রোড, নাজিরের পুল, জেলখানার মোড়, কালীবাড়ি রোডস্থ ধর্মরক্ষিণী সভাগৃহ পর্যন্ত।এছাড়া বিকাল ৪টা হতে ৫টা ৫০ মিনিট পর্যন্ত বাজার রোড, স্ব-রোড, হাসপাতাল রোড, নতুন বাজার, বগুরা রোড, শীতলাখোর মোড়, কালীবাড়ী রোডস্থ ধর্মরক্ষিনী সভাগৃহ পর্যন্ত।
বিকাল ৫টা হতে ৬টা ৫ মিনিট পর্যন্ত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ’র মন্দির, স্ব-রোড সংলগ্ন বাজার রোড, চকবাজার, কাঠপট্টি রোড, সদর রোড হয়ে নাজিরের পুল থেকে স্ব রোডস্থ রাধা গোবিন্দ নিবাস (মমতাজ স্কুল সংলগ্ন) পৌছে শেষ হবে।এছাড়া বিকাল ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত কাউনিয়া জানুকিসিংহ রোড, হরিজন কলোনী, নাজিরেরপুল, সদর রোড, গীর্জামহল্লা, ফলপট্টি, কাটপট্টি রোডস্থ চার্চ ওয়ার্ড মন্দিরে পৌছে শেষ হবে।
Leave a Reply