শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২০২০ সালে অনুষ্ঠিতব্য পবিত্র হজে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ বিষয়ে সৌদি সরকার এখনও (১৫ জুন) পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ সংক্রান্ত তাদের কোনো ধরনের সিদ্ধান্ত কূটনৈতিক চ্যানেলে বা দাফতরিকভাবে কোনো দেশকে জানায়নি।
বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরব থেকে জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রাত পৌনে ১১টায় বাংলাদেশ হজ মিশনের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যতদূর জানা যায়, সৌদি সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক করোনা পরিস্থিতি তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করবে। দেশটির সরকারের সিদ্ধান্ত পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।
Leave a Reply