রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে বহুদিন ধরে। এ কারণে দীর্ঘদিন ধরে কোনো ধরনের অস্ত্রোপচার হচ্ছে না। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। আধুনিক চিকিৎসা সামগ্রী ব্যবহার ও সেবার মান বৃদ্ধির করার দাবিতে সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা শিউলি পারভীনের কর্মস্থলে আসতে দেরি হওয়ায় বেলা ১১টায় সিভিল সার্জনের পক্ষে স্বারকলিপিটি তিনি গ্রহণ করেন। এসময় তিনি সমস্যাগুলো সামাধানের জন্য সিভিল সার্জনের কাছে অনুরোধ করবেন বলে জানান।
উপজেলাবাসীর পক্ষ থেকে স্বারকলিপি প্রদানকারী বালি তুর্য ও এইচ.এম রিভান বলেন, এখানে আধুনিক প্রযুক্তি থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যার কারণে উপজেলার মানুষদের চিকিৎসা সেবা নিতে নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তারা আরো বলেন, এখানে নতুন ভবনের টয়লেটসহ অন্যান্য পরিবেশ খুবই নোংরা, যা রোগীদের ব্যবহারের অনুপোযোগী। তাই আমরা আগামী সাতদিনের মধ্যে সমস্যার সমাধান না পেলে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু (এমপি) মহোদয়কে অবহিতকরণসহ কঠোর আন্দোলন গড়ে তুলবো।
স্থানীয়রা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের বিভিন্ন ক্লিনিকে নেয়ার পরামর্শ দেন। অনেক সময় বাধ্য হয়ে তাদের উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হতে হয়। এতে অনেক টাকা খরচ হয়। অথচ সরকারি এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন হলে স্বল্প খরচে তারা সেবা পেতেন।
Leave a Reply