মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ময়মনসিংহ ফুলপুরে স্ত্রীর সহায়তায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে দুলাল ফকির (৬০) নামে এক বৃদ্ধ। এ ঘটনায় দুলাল ফকিরকে আটক করেছে পুলিশ।রবিবার (২৮ জুলাই) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে ফুলপুর থানায় ধর্ষণকারী দুলাল ফকির ও তার স্ত্রী মদিনা খাতুনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।ঘটনাটি ঘটে শনিবার (২৭ জুলাই) উপজেলার রুপসী ইউনিয়নের বাট্টা গ্রামে দুলাল ফকিরের বাড়িতে। রবিবার (২৮ জুলাই) সকালে দুলাল ফকিরকে রুপসী ইউনিয়নের বাট্টা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বাট্রা গ্রামের এক দিনমুজুরের মেয়েকে দুলাল ফকির কৌশলে ডেকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করে লম্পট দুলা মিয়া। এ সময় শিশুটি চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে ও হত্যার হুমকি দেন তিনি। শিশুটির চিৎকার বাড়ির পার্শ্ববর্তী লোকজন টের পেলে শিশুটির মা-বাবাকে খবর দেন তারা।
পরে ধর্ষণকারীর বসতঘর থেকে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
এ কাজে ধর্ষণকারীর স্ত্রী সহায়তা করেছেন বলেও অভিযোগ করেছেন ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের লোকজন।ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, মামলা হওয়ার সাথে সাথে মামলার আসামি দুলাল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অপর আসামি পলাতক রযেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply