বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ঢাকা , ২৬ জুন – স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা:
বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নে মো. রুহুল আমিন অসীম, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে কাজী রফিকুল ইসলাম, বেতাগী উপজেলা হোসনাবাদ ইউনিয়নে মো. খলিলুর রহমান খান, আমতলী উপজেলার আমতলী ইউনিয়নে মো. জাহিদুল ইসলাম, গৌরিচন্না সদর ইউনিয়নে মো. আব্দুল কুদ্দুস খান, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগায় মো. মাহমুদ হাসান, ঝালকাঠি নলছিটি উপজেলার বাচনমহল ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম সেলিম মোল্লা। সূত্র: বাংলা ইনসাইডার
Leave a Reply