শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৩ জুন রাত ৪.৪০ দিকে তিনি ভর্তি হন। জানা যায়, তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তবে তার করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে।
বর্তমানে তিনি হাসপাতালের ড. আফসানা বেগমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। সাহারা খাতুনের শারীরিক অবস্থা ভালো রয়েছে এখন। সাহারা খাতুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।
বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তার সুস্থ্যতা কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দোয়া চাওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মোঃ আরিফিন মোল্লা এই বর্ষীয়ান রাজনৈতিক ও মহীয়সী নারীর সুস্থ্যতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।
Leave a Reply