শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল: সারাদেশের মত বরিশালেও হেলমেট বিহীন মটরসাইকেল চালকদের কাছে জ্বালানী তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। যা ইতিমধ্যে কার্যকর করেছে বিভিন্ন পাম্প মালিকগন। তবে ব্যতিক্রম রয়েছেন নগরীর নতুনবাজার এলাকার মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশন মালিক। কোন ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যেই হেলমেটবিহীন মটরসাইকেল চালকদের নিকট তেল বিক্রি করেন তিনি। গত ১ সপ্তাহ যাবত এ ধরণের তেল বিক্রি করায় নগরীর অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে এ খবর ছড়িয়ে পড়ে।
সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় সরকার। যার মধ্যে হেলমেটবিহীন মটর সাইকেল চালকদেও কাছে জ্বালানী তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন। এ সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশে পাম্প মালিকগণও হেলমেটবিহীন মটরসাইকেল চালকদেও কাছে তেল বিক্রি না করার সিদ্ধান্ত নেয়। বরিশালেও জেলা প্রশাসন, পুলিশ ও পাম্প মালিকগণের যৌথ সভায় একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্ত মোতাবেক নগরীর বিভিন্ন পাম্প মালিকগণ পাম্পে এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেয়। ব্যতিক্রম দেখা যায় শুধু নগরীর নতুনবাজার এলাকার মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনে। যেখানে হেলমেটবিহীন চালকদের কাছে নিয়মিত তেল বিক্রি চলছে। কথা হয় হেলমেটবিহীন এক চালকের সাথে। তিনি ভাড়ায় মটরসাইকেল চালান।
ভুলে হেলমেট বাসায় রেখে আসার লোকের মাধ্যমে জানতে পেরেছেন হেলমেট না থাকলেও তেল বিক্রয় কওে নতুনবাজার এলাকায়। তার কথাতেই তিনি এখানে এসেছেন। ওই চালকের কথার সূত্র ধওে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া গেছে। হেলমেট ছাড়াই মটর সাইকেল চালকদেও কাছে তেল বিক্রির বেশকিছু ভিডিও এ প্রতিবেদকের হাতে রয়েছে। এ ব্যাপাওে জানতে পাম্প মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply