রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা। রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় স্থানীয় শিশুপার্ক মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝালকাঠির ডিসি মো. হামিদুল হক।
এর আগে মেলা উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রাকে প্রানবন্ত করে রাখে শিক্ষার্থীরা। মেলা নিয়ে রং-বেরংয়ের প্লেকার্ড হাতে দর্শনার্থীরাও শোভাযাত্রায় অংশ নেয়।
এসএমই পণ্য মেলায় শিশুপার্ক মাঠে ৫১টি স্টল নির্মাণ করা হয়েছে। মেলায় দেশি পণ্য স্থান পেয়েছে। সাতদিনের মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মৃতশিল্প ও হস্ত শিল্পের বাহারি পসরা বসেছে। রয়েছে পিঠা-পুলিসহ নানা বাহারি খাবারের দোকান। মেলা উপলক্ষে দেশিয় খেলুধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে প্রতিদিন।
এছাড়াও কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পরেশন (বিসিক)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিসি মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, বিসিক এর ডেপুটি ম্যানেজার সাফায়েত করীম, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার আব্বাস আলী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার। সভাপতিত্ব করেন এডিসি (সার্বিক) এস এম ফরিদ উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুব হোসেন, উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের উপচে পড়া ভিরে মুখরিত হয় মেলা প্রাঙ্গন।
Leave a Reply