বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
আমিনুর রহমান শামীম॥ বরিশাল নগরীতে দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই আক্রান্তদের বাড়ি, বিল্ডিং কিংবা এলাকা লকডাউন করা হচ্ছে।
স্বচ্ছল পরিবারগুলো টিকে থাকতে পারলেও অসহায় পরিবারগুলো করোনা আক্রান্ত রোগী ও তার পরিবার মৃত্যু আতংকের সাথে সাথে অভাব অনটন ও অনাহারের দুঃশ্চিন্তায় আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
করোনা আক্রান্ত পরিবার গুলোর এই দুর্দশায় এগিয়ে এসেছেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পদক ও বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব।
বরিশালের আমানতগন্জে একটি করোনা আক্রান্ত লক ডাউন পরিবারের পাশে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার পর পারভেজ আকন বিপ্লব ও তার ভলান্টিয়ার টিমের অন্যতম সদস্য আলী হায়দার জানান, করোনা মোকাবেলায় এ পর্যন্ত এই যুবদল নেতার নেতৃত্বে নগরীর প্রায় দুই হাজার হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে তারা ত্রান সাহায্য পৌঁছে দিয়েছে।
বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যাদের বাসা প্রশাসন কর্তৃক লকডাউন করা হয়েছে, যাদের বাসায় খাবার সংকট দেখা দিয়েছে এবং অসহায় অবস্থায় আছেন তাদের বাসায় বাসায় বাজার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে তারা।
যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব জানান, আমরা প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী যদি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াই তবে করোনা আক্রান্ত পরিবারগুলো সাহস পাবে। তারা আতংকিত না হয়ে সুস্থ্য হয়ে আবার কাজে ফিরে যেতে পারবে। তিনি প্রত্যেক কোভিড-১৯ পজিটিভ মানুষদের শক্ত মনোবল সহ সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানান।
Leave a Reply