বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামীতেও তা অব্যাহত থাকবে।মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস ও ডিআইজি মো. শফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রবার্ট মিলার বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। তবে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য তাদের নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন।এর আগে দুপুরে তিন দিনের সফরে বরিশালে আসেন মার্কিন রাষ্ট্রদূত। দুপুর দেড়টার দিকে নৌপথে গ্রীনলাইনের একটি ওয়াটারবাসে বরিশাল পৌঁছেন তিনি।বরিশাল নৌবন্দরে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান ও পুলিশ সুপার সাইফুল ইসলাম।
Leave a Reply