সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু মঠবাড়ি ইউনিয়নেই নয়, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদেও জন্মসনদ গ্রহণ ও সংশোধনে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি।
গত সোমবার (১৭ মার্চ) দুপুরে মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি গ্রামের বাসিন্দা মো. কবির সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় না থাকায় জন্ম নিবন্ধন করতে পারেননি। পরে ইউনিয়ন পরিষদের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ তিনি আবেদন করেন। তবে মঠবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। কবির খান বলেন, “প্রথমে ঘুষ দিতে রাজি হইনি, কিন্তু তিনি নানা অজুহাতে আমার আবেদন ফেলে রাখেন। পরে নিরুপায় হয়ে টাকা দিলে সেদিনই জন্মসনদ পাই।”
কবির আরো অভিযোগ করেন যে, মোস্তাফিজুর রহমান ইউনিয়নে যোগদানের পর থেকেই নিয়মবহির্ভূতভাবে ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। ঘুষ না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তার মতে, এটি শুধুমাত্র তার ক্ষেত্রে নয়, অন্যদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটছে।
এদিকে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “মো. কবির প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দিতে না পারায় তার জন্মসনদ তৈরিতে বিলম্ব হয়েছে। বিলম্ব হওয়ার কারণে তিনি মিথ্যা অভিযোগ করছেন।” তিনি আরও জানান, বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দকে জানানো হয়েছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, “এর আগেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। তাকে সতর্ক করা হয়েছিল। তবে অভিযোগের পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদেও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা মনে করছেন, এসব দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তারা দাবি করছেন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের দুর্নীতি করতে সাহস না পায়।
Leave a Reply