সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় নাছির উদ্দিন মৃধা ওরফে পাইপ নাছির (৪০) নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঝালকাঠি ১ম যুগ্ন জেলা জজ আদালতের বিচারক বেগম নুসরাত জাহান এ রায় প্রদান করেন। একই সাথে আদালত ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।
নাছির রাজাপুর উপজেলা পরিষদ এলাকার মৃত মেনাজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ আগষ্ট দিবাগত রাতে ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামী নাছির উদ্দিনের রাজাপুর উপজেলা পরিষদের উত্তর পাশের বাসায় তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাজা উদ্ধার করে। পরের দিন তাঁর বিরুদ্ধে রাজাপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়।
এ মামলায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. শামীম হাওলাদার ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ১০ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আসামীকে ইয়াবা রাখার দায়ে ১ বছর ও গাজা রাখার দায়ে ১ বছর করে মোট ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্য ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।
Leave a Reply