সোমবার, ১২ মে ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আজ রবিবার (১১ মে) সক্রিয় হয়েছে মৌসুমি বৃষ্টিবলয় ‘ঝংকার’। সক্রিয়তার শুরুতেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে এসব অঞ্চলে ঘন বজ্র মেঘের সৃষ্টি হয়েছে এবং রাত পর্যন্ত এই বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে সাধারণ মানুষের চলাফেরা সীমিত হয়ে পড়েছে।
সিলেট ও ময়মনসিংহের অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৃষকরা ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
এই অবস্থাকে কেন্দ্র করে দেশের অন্যান্য বিভাগ, বিশেষ করে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও আশপাশের জেলায়ও বজ্রবৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। আজ রাতের মধ্যে এসব এলাকায় আরও দফায় দফায় বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কাল থেকেই এই বৃষ্টিবলয় দেশের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে।
তবে এখনো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল—বিশেষ করে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগ—ঝংকারের সক্রিয়তা থেকে কিছুটা বাইরে রয়েছে। সেখানে খরা পরিস্থিতি বিরাজ করছে এবং বর্ষার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন কৃষক ও সাধারণ মানুষ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের আবহাওয়া আরও কয়েকদিন অস্থির থাকতে পারে। তাই মানুষকে সতর্কভাবে চলাফেরা ও বজ্রপাতকালীন সময়ে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply