সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল সরদার (২৮) ও সাহিদ চৌধুরী (৩০) নামের দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা গেছে, উলানিয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রার্থী মিলন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী রুমা বেগম গংদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে।
সেই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত গভীর রাতে উলানিয়া দক্ষিণ ইউনিয়নের লালগঞ্জ বাজার ও নতুন কালীগঞ্জ বাজার এলাকায় দু’পক্ষের কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে।
এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে উলানিয়া দক্ষিণ ইউনিয়নের আশা গ্রামের জব্বার সরদারের ছেলে সাইফুল সরদার ঘটনা স্থলে এবং পশ্চিম সুলতানী গ্রামের কাইয়ুম চৌধুরীর ছেলে সাহিদ চৌধুরীকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে মারা যান।
এছাড়াও হামলায় উভয় পক্ষের কমপেক্ষ ২০ জন গুরুতর জখম হয়। এসময় হামলাকারীরা প্রায় ১৫/২০টি বসত বাড়ি ভাংচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
স্বতন্ত্র প্রার্থী রুমা বেগমের ভাই ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিটন সরদার এবং নৌকা সমর্থিত প্রার্থী মিলন চৌধুরী হামলার জন্য একে অপরকে দোষারপ করছেন।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ মমিন উদ্দিন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ময়না তদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত ৭জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উলানিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
Leave a Reply