বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
মোঃইব্রাহীম মুন্সি, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে করোনাকালীন সময়ে সাংবাদিকতা ও জনসচেতনা বিষয়ক (কোভিড-১৯) অনলাইন প্রশিক্ষন শেষে সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চত্বরে অবস্থিত মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নিজেস্ব কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠাত অনুষ্ঠিত হয়।
এতে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেণ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এহসান রেজা জিতু, সাংবাদিক মোঃ আবুল কালাম, সাংবাদিক আঃ রাজ্জাক, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী (সৈকত), সাধারন সম্পাদক মোঃ তাজেম আলী, সাংবাদিক মাহামুদুল হাসান ফরিদ, সাংবাদিক সঞ্জয় কুমার দেবনাথ, সাংবাদিক মনিরুল মোর্শেদ রবিন, সাংবাদিক নুর মোহাম্মদ জুয়েল, সাংবাদিক মনির দেওয়ান, সাংবাদিক শামীম খান, সাংবাদিক ইব্রাহীম মুন্সি, সাংবাদিক স্বপন হাওলাদার, সাংবাদিক এইচ এম আনিছুর রহমান, সাংবাদিক ইউনুছ খান আজাদ, সাংবাদিক মোঃ সম্রাট হোসেন, সাংবাদিক শিবলু জমদ্দার, সাংবাদিক ইব্রাহীম বকশি, সাংবাদিক তুহিম আহম্মেদ হানিফ সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ। সুত্রমতে অনলাইন প্রশিক্ষণ কোর্সটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সহযোগিতায় ব্রেকথ্রু অ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে তৈরী করা হয়েছে।
মহমারী করোনা বিষয়ে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য বিএমএসএফ “সাংবাদিকদের জন্য কোভিড-১৯ বিষয়ক” অনলাইন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। প্রশিক্ষণটির প্রধান লক্ষ্য উদ্দশ্যে হচ্ছে সকল সাংবাদিকদের কোভডি-১৯ সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া যাতে তারা এই মহামারি কিভাবে সামাল দিবেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় কীভাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবেন। সে সর্ম্পকে একটা সম্যক ধারণা দেয়া। এছাড়া কোভিড-১৯ সস্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারেও সাংবাদিকরা যাতে বিশেষ ভূমিকা রাখতে পারেন। জুলাই-সেপ্টেম্বর,২০২০ মাস পর্যন্ত ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই ৮ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ৫০০ জন সাংবাদিককে এই অনলাইনে প্রশিক্ষন দেয়া হবে।
Leave a Reply