রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা চলাকালে চরফ্যাশন উপজেলা বিএনপির আলম-নয়ন গ্রুপের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সেখান থেকে ৮ জনকে আটক করে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুলের উপস্থিতে তৃনমূলকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা চলছিলো।
বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় যুবদল সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত চরফ্যাশন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন দলবল নিয়ে নয়নের পক্ষে শ্লোগান দিয়ে প্রবেশ করতে গেলে সভাস্থলে আগ থেকে অবস্থানকারী ভোলা-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের সমর্থিত সাইদুজ্জমান গ্রুপ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ধাওয়া খেয়ে বেশ কয়েকজন পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সেখান থেকে সন্দেহভাজন ৮ জনকে আটক করে। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
নাজিমউদ্দিন আলম সমর্থিত গ্রুপের সাইদুজ্জামান জানান, নয়ন গ্রুপ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সভাস্থলে অতর্কিত প্রবেশ করে হামলা চালায়। এতে তাদের ৮ জন নেতা-কর্মী আহত হন। অপরদিকে নয়ন গ্রুপের সমর্থিত বাহার অবশ্য তাদের উপর আলম গ্রুপ হামলা করেছে বলে দাবি করেন। এ ঘটনায় তাদের দুজন কর্মী আহত হয়েছে বলেও তিনি জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন জানান, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এমন ঘটনা তাদের জন্য অনাকাঙ্কিত ছিলো।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৮ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের সেলিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজাহারুল হক মুকুল, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ফজলে কবির জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনসহ অন্যান্যরা।
Leave a Reply