রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনের যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় প্রধান আসামী স্বামী ও সহযোগী আসামী শ্বশুর কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মঞ্জু আইট্র (২৫) ও মিলন আইট্র (৫৫) কে তাদের গ্রামের বাড়ী হতে আটক করা হয়। ৩০ ডিসেম্বর, বুধবার সকালে আটককৃতদের ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে ভিকটিম ইমা (১৯) আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলার ৭ নং ওয়ার্ড দক্ষিণ বাটামারা গ্রামের প্রবাসী সালাউদ্দিন এর মেয়ে ইমা (১৯) কে একই এলাকার মিলন আইট্টার ছেলে মঞ্জু আইট্টা (২৫) অনুমান ৬/৭ মাস পূর্বে বিবাহ হয়। যৌতুক ছাড়া এই বিবাহ মঞ্জু’র বাবা মিলন আইট্টা ও মা আমেনা বেগম মেনে নেয় নাই। বিবাহের পর থেকে ইমা তার বাবার বাড়িতেই থাকতেন।
স্বামী মঞ্জু প্রায়ই ইমার কাছে আসা যাওয়া করতেন। (২৭ ডিসেম্বর) রাত অনুমান সাড়ে ১১টায় স্বামী মঞ্জু ইমাকে কৌশলে ডেকে ইমাদের ঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ে নিয়া শ্বশুড় মিলন আইট্টা,শ্বাশুড়ি আমেনা বেগম, দেবর নজরুল সহ অজ্ঞাত ২/৩ জনের প্ররোচনায় মঞ্জু ইমার গায়ের ওড়না দ্বারা হাত-পা বেঁধে, মুখ চেপে ধরে মারধর করে। এক পর্যায়ে ইমাকে হত্যার উদ্দেশ্যে ইমার গায়ে আগুন লাগিয়ে সকলে পালিয়ে যায়। ইমার ডাক চিৎকারে ইমার মা চাচীরা এসে ইমাকে উদ্ধার করে ওই রাতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া আসেন।
কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঐ রাতেই ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করেন। ইমা বর্তমানে ওখানে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় মেয়ের মামা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলায় দায়ের করেন। যার নং ২০ । এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে স্বামী ও শ্বশুর কে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।
এব্যাপার বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ মাজাহারুল আমিন ঘটনার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত স্বামী ও শ্বশুরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply