সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
আহমেদ আবু জাফরকে মোবাইলফোনে প্রাণনাশেরন হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ১৮ মিনিটে অজ্ঞাত মোবাইলফোন নম্বর থেকে কল দিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে এই হুমকি দেয়া হয়। রাতে তার নিজ ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে হুমকি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি। পাশাপাশি এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
সাংবাদিক নেতা আবু জাফর জানান, সম্প্রতি দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নানাভাবে প্রতিবাদ করে আসছে। এ কারণে হয়তো কোন পক্ষ তাকে হুমকি দিতে পারে।
Leave a Reply