বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বেশ কয়েকদিন যাবৎ বরিশালের বাবুগঞ্জের সর্বত্র কল্লাকাটা (ছেলে ধরা) আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ আতঙ্কিত । ফেইসবুক মেসেঞ্জারসহ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র প্রচার করছে, পদ্মা সেতু নির্মাণে নির্মাণকারীরা বাধাগ্রস্থ হচ্ছেন তাই সেখানে অন্তত এক লক্ষ মানুষের কল্লা দিতে হবে। সে মতে দেশে ৪২টি দল কথিত মানুষের কল্লা(মাথা) সংগ্রহে কাজ করছে। এমনই গুজবের গুঞ্জন চলছে বাবুগঞ্জের প্রতিটি ঘরে ঘরে, হাটে,মাঠে, ঘাটে এবং শিক্ষা প্রতিষ্ঠানে। এমন গুজবেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিচ্ছে। কয়েকটি স্কুলে খোজ নিয়ে দেখা গেছে গত এক সপ্তাহে শিক্ষার্থী উপস্থিতির হার আগের চেয়ে কম। তবে ছেলে ধরা অথবা কল্লা কাটা দলের কোন সত্যতা পাওয়া যায়নি প্রশাসনের কোন সংস্থা থেকে।
এমনই গুঞ্জনের আলোচনা করছিলেন চায়ের দোকানে সুন্দর আলী নামে জনৈক ব্যক্তি। তার কাছে জানতে চাওয়া হল কার কল্লা কাটা হয়েছে এবং কোথায় ? জাবাবে সুন্দর বললেন, জানি না তবে লোক মুখে শুনেছি। জামাল হোসেন নামে এক পথচারি অনুরুপ বললেন কিন্তু কোথায় তা তিনি জানেন না। আসলে বাবুগঞ্জের কোথাও কল্লা কাটার ঘটনা ঘটেছে এমন সংবাদ কিংবা তথ্য পাওয়া যায়নি।
এ ব্যপারে এয়ারপোর্ট থানার ওসি এস এম মাহাবুব উল আলম এবং বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেছেন, এগুলো ভিত্তিহীন যার কোন সত্যতা নেই। তাছাড়া তাদের কাছে এমন কোন অভিযোগ কিংবা তথ্য নেই এবং শুনেননি।উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বিষয়টি একদম গুজব। তিনি এলাকাবাসিকে উদ্দিশ্য করে বলেন, মিথ্যে গুজবে কেউ কান দিবেন না। একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্ঠি এবং শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করার জন্য, দেশের চলমান উন্নয়ন বিঘিœত করার জন্য উদ্দেশ্যমূলক জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গুজব সৃষ্টিকারি কিংবা সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য তিনি ইতি মধ্যে প্রশাসনের সাথে কাথা বলেছেন।
Leave a Reply