শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ বরিশালের বাবুগঞ্জে বিদ্যালয় থেকে ৯ দিনের মাথায় পরিত্যক্ত অবস্থায় বোমা উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে। পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাত ১০ টায় বিদ্যালয়ের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩টি পেট্রোল ও দুটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে । ডিউটি অফিসার জয় ব্যানার্জী বলেন,বাবুগঞ্জ থানার এসআই শরিফুল বাদী হয়ে বিস্ফোরক আইনে অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ব্যপারে বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, থানার টহলরত একটি পুলিশ দল রাকুদিয়া নতুন হাটে কাছে অবস্থান করছিল। হটাৎ বোমার শব্দে তারা আতঙ্কিত হয়ে উঠেন। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পাশ থেকে ওই বোমা উদ্ধার করেন। পুলিশ বলছে এ ঘটনা হয়তো জামায়াত,বিএনপি আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল। উল্লেখ্য ২৫/১০/১৮ ইংরেজী তারিখ রাত ১০ টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের মধ্য রাজকর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬টি হাত বোমা উদ্ধার করে পুলিশ। এদিকে বাবুগঞ্জ উপজেলার দায়ীত্বশীল বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, বোমা উদ্বারের নাটক করে গায়েবী মামলা করে আমাদের জাতীয় নির্বাচন থেকে দুরে রাখার প্রয়াস।
Leave a Reply