রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনিত (হাতুড়ি) প্রতীকের প্রার্থী রকিবুল হাসান রনি খান এর সমর্থনে পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ শুরু করেছেন।
প্রচারনার প্রথম দিন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন ও লিফলেট বিতরণ, পোষ্টার সাটানোসহ বিভিন্ন মাধ্যমে প্রচারনা চালাচ্ছেন এই প্রার্থী। শুক্রবার সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের বিভিন্ন সড়কে ও পারা মহল্লায় পার্টির নেতৃবৃন্দসহ তাদের প্রচারনায় হাতুড়ি প্রতীকের পক্ষে সমার্থন আদায়ে সক্ষম হচ্ছেন।
প্রচারনায় অংগ্রহন করেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির অন্যতম নেতা বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা খলিলুর রহমান, জামাল হোসেন, যুবমৈত্রী সভাপতি মোঃ আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু, যুবমৈত্রী নেতা ইমরুল হাসান, জাকির হোসেন, কামাল পারভেজ, ছাত্রমৈত্রী নেতা সুজন আহম্মেদ, সহ ছাত্রমৈত্রী যুবমৈত্রীর নেতৃবৃন্দ ও অত্র এলাকার জনগণ।
Leave a Reply