রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বানারীপাড়ায় ‘সকলের জন্য উন্নত স্যানিটেশেন,নিশ্চিত হোক সুস্থ্য জীবন ও সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ স্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের নেতৃত্বে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন সুস্থ্য ও সুন্দর দেহমন গড়তে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে।
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমান ও সভ্যতার অঙ্গ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম কবির হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন।
Leave a Reply