সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বরিশালের ডিসি জসীমউদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বিআরটিএর বরিশাল দপ্তরের সহকারী পরিচালক ও বাকেরগঞ্জ থানার ওসিকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বুধবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড মাঠ এলাকায় বরিশাল-কুয়াকাটা সড়কে বিআরটিসির একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে এক শিশু ও তার মা-সহ ছয়জন নিহত হন। গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত শিশুর বাবাকে। নিহতরা হলেন গৌরনদী উপজেলার মো. ফয়সালের স্ত্রী সাথী বেগম (২২), মেয়ে ফারহানা (৪), বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সোবাহান চৌধুরীর ছেলে আমির চৌধুরী, রফিক খানের ছেলে হাসিব খান (২২), বারেক সিকদারের ছেলে সোহাগ সিকদার (২৮), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভুবন এলাকার মো. নাসিরের স্ত্রী তানজিলা (৩০)। ফয়সাল গুরুতর আহত হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
Leave a Reply