সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
আমজাদ হোসেন: বাউফল প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় নিহত কলেজ ছাত্র মো. জাহিদুল ইসলামের (১৮) হত্যাকারী চালকের বিচার ও নিষিদ্ধ ট্রলি চলাচল বন্ধের দাবিতে গতকাল সোমবার সড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। উপজেলার কাছিপাড়া বাজার এলাকায় কাছিপাড়া-বগা সড়ক সকাল ১০ টা থেকে অবরোধ করে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসি। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার দুই সহাস্রাধিক মানুষ অংশ নেয়
সমাবেশে কলেজ শিক্ষক মো. বাবুল আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কলেজ শিক্ষক সহিদুল ইসলাম, ইব্রাহিম খান, আবু হাসান মিরন, ইউপি সদস্য রিপন সিকদার, শিক্ষার্থী মো. রিয়াজ আকন প্রমুখ।
বক্তারা বলেন,‘ঘাতক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর কোনো ভাবেই নিষিদ্ধ যান ট্রলি সড়কে চলতে দেওয়া যাবে।’ এজন্য তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য গত শনিবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার বাহেরচর-কাছিপাড়া সড়কের বলাই-কানাই দীঘির পূর্ব পাশ এলাকায় ট্রলির ধাক্কায় নিহত হন কাছিপাড়া গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম। ঘটনার সময় জাহিদুল মোটরসাইকেলে করে আলামিন নামে এক আরোহীকে নিয়ে বাহেরচর বাজার থেকে কাছিপাড়ার উদ্দেশ্যে আসছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘নিহত জাহিদুলের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply