সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ র্যাব-১০ এর পৃথক অভিযানে দক্ষিন কেরাণীগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকা হতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গত ১০ জানুয়ারি র্যাব-১০ এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে মোঃ সাগর মোল্লা (৩৪), পিতা- মৃত রফিক মোল্লা, সাং-ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ নামের ১ জন মাদক ব্যবসায়ীকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালিগঞ্জ চৌধুরী মার্কেট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সোহাগ (৩০), পিতা- মোঃ আতাহার শেখ, সাং- দামলা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়।
এছাড়াও একই তারিখ ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন পূর্ব চড়াইল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রনি হাওলাদার, পিতা- মৃত রতন হাওলাদার, সাং- ডহরপাড়া, থানা- উজিরপুর, জেলা- বরিশাল বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দক্ষিন কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানাসহ ঢাকা শহর এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply