সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার খা›জাপুর ইউনিয়নের পূর্ব সমর সিংহের গ্রামের গরু ব্যবসায়ী আ জব্বার আকনের বাড়িতে গতরাতে আনুমানিক দুইটা ত্রিশ মিনিটের সময় একদল ডাকাত তার ঘরে সিধ কেটে ঘরে প্রবেশ করে ও ঘরের সদস্যদের অস্র মুখে জিম্মি করে হাত পা বেধে নগদ টাকা ও স্বর্নসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যান,ডাকাতি অবস্থায় আহত জব্বার আকনের স্ত্রী ও ছেলে চিৎকার করলে তাকে ডাকাত দলের সদস্যরা কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে, আহতরা বর্তমানে শে রে বাংলা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন, আহত আঃজব্বার আকন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন থানায় মামলা করছেন কি না জানতে চাইলে বলেন মামলার প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply