বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। করোনা সংক্রমণ এড়াতে আগামী ১৯ মে থেকে ঈদ কেন্দ্রীক সহকর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রোববার বিকেলে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গ অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।
বরিশালের ঈদ বাজারে ক্রেতার ঢল নামছে। ক্রেতা-বিক্রেতা কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। এ কারণে এই ঈদ ঘিরে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হওয়ায় দোকান বন্ধের কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৯ মে থেকে বরিশালের ঈদ কেন্দ্রিক সব দোকান, মার্কেট এবং শপিংমল বন্ধ রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সভা শেষে জেলা প্রশাসক জানান, ঈদ উপলক্ষ্যে সরকার সিমীত পরিসরে দোকান-মার্কেট খোলার অনুমতি দিয়েছে স্বাস্থ্যবিধি মানার শর্তে। কিন্তু বরিশালের দোকান-মার্কেটে ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি রক্ষা করছেন না। এই অবস্থা চলতে দেওয়া যায় না। স্বাস্থ্য বিধি লংঘন হওয়ায় সকল ঈদ মার্কেট-দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের যখন স্বাস্থ্যবিধি মানার উপযুক্ত পরিবেশ হবে তখন আবার দোকান-মার্কেট খোলার অনুমতি দেওয়া হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ মে থেকে ঈদ কেন্দ্রিক সব দোকান-মার্কেট বন্ধ থাকবে বলে জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply