রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ নিখোঁজের ১৪ দিন অতিবাহিত হয়ে গেলেও জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর বড় মাগড়া গ্রামের মোসলেম বক্তিয়ারের কন্যা ও সরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মনি খানমের (১১) সন্ধান মেলেনি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত তিন অক্টোবর থেকে রহস্যজনক ভাবে স্কুল ছাত্রী মনি নিখোঁজ হয়ে যায়। এরপর বিভিন্ন জায়গা খোঁজাখুজি করে না পেয়ে সাত অক্টোবর আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। নিখোঁজ স্কুল ছাত্রীকে ফিরে পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, স্কুল ছাত্রীকে খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আশা করি অচিরেই মনি খানমকে খুঁজে পাওয়া যাবে।
Leave a Reply