বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালে অসহায় দুস্থ ৬০ সাংস্কৃতিক কর্মীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখা। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর সারস্বত বালিকা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষ, পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, উদীচী সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল নাটকের সাবেক সভাপতি আজমল হোসেন লাবু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর সরকার, সঞ্জয় সাহা, বিশ্বজিৎ সেন গুপ্ত, কমল ঘোষ, ঋভু সরকার শুভ্র, নৃত্য শিল্পী মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
Leave a Reply