বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের সাবেক সেনা সদস্য জামাল হোসেনকে ( ৪৫ ) পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার সময় বটতলা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনা স্থান পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানার এ এস আই আউয়াল। আহত জামাল হোসেন চাঁদপাশা গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের ছেলে।
আহত পরিবার জানান, দুপুর আড়াইটার সময় বটতলা জামে মসজিদের নামাজ শেষে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন জামাল । চাঁদপাশা বটতলা নামক স্থানে পৌছলে একই এলাকার আব্দুল রশিদ হাওলাদারের পুত্র ফয়সাল (২৮ ),শামীম (৩৫),লতিফ হাওলাদারের পুত্র সৈকত ,সাহেদ (৩০), ও আব্দুল গনি হাওলাদারের পুত্র মাসুদ করিম (৪০)সহ আরও ২/৩ জন হাতুড়ি লাঠিসোটা নিয়ে হামলা করে। এক পর্যায়ে দেশীও অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
এতে তার মাথায় মারাত্মক জখম হয়। জামালের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবিষয় মামলার প্রস্ততি চলছে বলে জানান আহত পরিবার।
স্থানীয় একাধিক মুসুল্লিরা বলেন, আহত জামাল বটতলা জামে মসজিদের সভাপতি তিনি নামাজের আগে মসজিদের উন্নয়নের কথা উল্লেখ করেন। পাশাপাশি মসজিদ কমিটির উদ্দেশ্যে সকল সদস্যদের দ্রুত টাকা পরিশোধ করতে বলেন । এসময় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা কিছু না বলে নামাজ শেষে জামালের উপর সন্ত্রাসী হামলা চালায়।
এঘটনায় এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ ( ওসি) এস এম জাহিদ বিন আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply