মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে চাঁদার দাবীতে যুবককে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় কসাই লাডলাকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ কবির উদ্দিন প্রামানিক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত লাডলা নগরীর আলেকান্দা খালেদাবাদ (রিফিউজি) কলোনীর মৃত আব্দুর ছত্তারের ছেলে। রায় ঘোষণার সময় লাডলা আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৯ মে জমি বিরোধের জের ধরে খালেদাবাদ কলোনীর সুলতান আহম্মেদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে লাডলা। সুলতান টাকা দিতে অপারগতা জানালে লাডলা ক্ষিপ্ত হয়। ঘটনার সময় রাত ৯টায় লাডলা পুনরায় ১ লাখ টাকা দাবীতে গালিগালাজ করে।
এসময় প্রতিবাদ করলে সুলতানের ছেলে তাঈমকে এলোপাথারী কুপিয়ে জখম করে। এঘটনায় ১৭ মে মামলা দায়ের করেন আহতের বাবা সুলতান আহম্মেদ।একই বছর ৩১ আগষ্ট তদন্তকারী কর্মকর্তা এসআই এইচ এম আব্দুর রহমান মুকুল মামলার চার্জশীট জমা দেন। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন।
Leave a Reply