সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গুজরাটের গণহত্যাকারী আখ্যায়িত করে তার বাংলাদেশে আগমনকে প্রত্যাখ্যান করেছে বরিশাল জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ উপলক্ষে বরিশালে বিক্ষোভ সমাবেশ করে নরেন্দ্র মোদির প্রতি লালকার্ড প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর সদর রোড টাউনহলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাগর দাসের সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্ট মহানগর দফতর সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ছাত্র ফ্রন্ট মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, ছাত্র ফ্রন্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ, ছাত্র ফ্রন্ট বিএম কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক সাগর, ছাত্র ফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদস্য চিন্ময় ইন্দু জয়, সদস্য লামিয়া সাইমুন ও মিল্লাত হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে আসছেন নরেন্দ্র মোদি। অথচ বাংলাদেশের স্বাধীনতার অসাম্প্রদায়িক চেতনার সাথে সাম্প্রদায়িক এই ব্যক্তির সফর পুরোপুরি সাংঘর্ষিক। ভারতের গুজরাটের কলঙ্কজনক দাঙ্গা ও গণহত্যার পেছনে প্রধান ক্রীড়নক ছিল নরেন্দ্র মোদি। সম্প্রতি বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি।
ভারতের সাথে বন্ধুত্বের দোহাই দিচ্ছেন আমাদের শাসকেরা, অথচ তিস্তাসহ অভিন্ন নদীসমূহের পানি দেয়ার ব্যাপারে ভারত কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না, অসম বাণিজ্য চলছে বাংলাদেশের সাথে। সীমান্ত হত্যাও থামছে না। তাই মোদির আগমন প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করছি।
সমাবেশ শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply