সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলা নববর্ষে এবারও বরিশালে আনন্দ-উৎসবহীনভাবে কেটেছে সারাটা দিন। কিন্তু নগরীর সাংস্কৃতিক কর্মীরা ঐতিহ্যকে ধরে রাখতে সীমিত পরিসরে দিনটিকে বরণ করে নিয়েছেন। মাত্র ৫ জন শিল্পী ও ১২ জন শিক্ষার্থী নিয়ে চারুকলা বরিশালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার সকাল পৌনে ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে সামাজিক দূরত্ব মেনে কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা করোনা ভাইরাস প্রতিরোধী এবং বর্ষবরণের আল্পনা অঙ্কিত বিশেষ ধরণের ফেসশিল্ড পরে কর্মসূচি পালন করেছেন। পরে চারুকলা বরিশালের কার্যালয়ে রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রনি দাস সাংবাদিকদের জানান, করোনার কারনে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণের আয়োজন স্থগিত রাখা হয়েছে। স্বল্প পরিসরে স্বস্থ্যবিধি মেনে চারুকলা বরিশালের উদ্যোগে প্রতীকী শোভাযাত্রা ও বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে।
এছাড়া শিশুদের উৎসবের আমেজ দিতে অনলাইনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জনসাধারণের জন্য সংক্ষিপ্ত এই আয়োজন চারুকলা বরিশালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
Leave a Reply