বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
নিজস্বক প্রতিবেদক॥ বরিশালে স্বল্প মূল্যে পোল্ট্রি ও মৎস্য ফিড চাই, পোল্ট্রি খাতে সরকারের ভর্তুকি দেয়া ও পোল্ট্রি ফিডে ভ্যাট মওকুফ করা সহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ক্ষুদ্র প্রান্তিক পোল্ট্রি খামারী ব্যবসায়ীরা। আজ সোমবার (২৫ জুন) সকাল এগারোটায় নগরীর সদররোডে এই কর্মসূচী পালন করা হয়।পোল্ট্রি ব্যবসায়ী বাহালুল কবীর খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নুরুল ইসলাম,শহিদুল ইসলাম,জাকির আলম, আবুল কালাম আজাদ প্রমুখ।
ব্যবসায়ীরা এসময় বলেন, পোল্ট্রি শিল্পের উপর থেকে অবিলম্বে ভ্যাট মওকুফ করা সহ তাদের ন্যায্য পাঁচ দফা দাবী পূরণ করা না হলে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত বরিশালে কয়েক হাজার শিক্ষিত যুবক সহ বিভিন্ন ব্যবসায়ীদের লোকসানের মুখে তাদের পথে দাঁড়াতে হবে। তাই পোল্ট্রি শিল্প সহ এর সাথে জড়িতদের বাঁচিয়ে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।
Leave a Reply