বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী জনৈক এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার অপরাহ্নে এই দুর্ঘটনায় নিহত নাসির সরদার (৩২) মাদারীপুরের দাসার গ্রামের আব্দুর রব সরদারের ছেলে। পুলিশ বিয়োগান্তের ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে রক্ষা পেয়েছেন চালক।
পুলিশ জানায়- মোটরসাইকেলে দুই সঙ্গী নিয়ে দুপুর ৩টার দিকে গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল নাসির সরদার। পথিমধ্যে উজিরপুরের বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যুবক নাসির ঘটনাস্থলেই মারা যান ও তার সাথে থাকা দুজন আহত হয়ে পড়েছিলেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ট্রাকটি রেখে পালিয়ে যান চালক। পরে গৌরনদী হাইওয়ে পুলিশের একটি টিম গিয়ে নিহত যুবকের লাশটি উদ্ধার। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা জানান, যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। সেই মামলায় আলামত হিসেবে ট্রাকটি জব্দ দেখানো হবে।
Leave a Reply