বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের দুইজনকে কুপিয়ে-পিটিয়ে হাতের রগ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভুক্তভুগীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে জানা গেছে।
গত শনিবার ১৬মে বিকেল ৫:৩০মিনিটে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, আব্দুল খালেক মীর(৬৫) ও তার ছেলে আজমল মীর(৩৪)।
এদের মধ্যে আজমল মীরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার বাবা আব্দুল খালেক মীরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত ও অভিযোগ সূত্রে জানাযায়,সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাপানিয়া গ্রামের মৃত মোবারক শরীফের পূত্র জামাল শরীফের পরিবারের কাছথেকে ২০১৮ সালে ২১ শতাংশ জমি ক্রয় করেন আব্দুল খালেক মীরের পরিবার।
ক্রয় করার কিছুদিন পরে যখন সেই জমিতে ঘর তোলার জন্য বালু ভরাট করা শুরু করে ঠিক তখনি জামাল শরীফ বাঁধা প্রদান করে।এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার মীমাংসার চেস্টা করলেও তা মানতে নারাজ জামাল শরীফ।একপর্যায়ে আব্দুল খালেক মীরের পরিবার আইনের সহায়তা নিয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে ২০১৮ সালের (২২ অক্টবর) কাউনিয়া থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উভয় পক্ষকে নিয়ে জমির সঠিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে জমির প্রকৃত মূল মালিক আব্দুল খালেক মীরকে জমি হস্তান্তর করে।তখন খালেক মীরের পরিবার তাদের ক্রয় কৃত জমির উপর একটি সাইনবোর্ড আকারে সেখানে বসানো হয়।এমনকি তখন একটি টিনের ঘর উত্তোলন করে ছিলেন তারা।
দীর্ঘদিন যাবত ক্রয়কৃত সেই জমিতে তেমন কিছু না করাতে ওভাবেই পরে থাকে জমিটি।প্রত্যক্ষদর্শীরা জানায়,গত শনিবার ১৬মে আব্দুল খালেক মীর তার ক্রয়কৃত জমিতে পাকা বাড়ি নির্মাণের উদ্দ্যেশ্যে বালু ভরাটের কাজ করছিলেন।
হঠাৎ করেই মৃত মোবারক শরীফের পূত্র জামাল শরীফ ও তার স্ত্রী শামীমা আক্তার রুমা বেগম ঘটনাস্থলে এসে খালেক মীরকে বালু ভরাটে বাধা প্রদান করে এবং তাকে অকাত্য ভাষায় গালাগালি দিতে শুরু করে।একপর্যায়ে খালেক মীর তাদের গালাগালি করতে নিষেধ করলে জামাল শরীফ তার উপর চড়াও হয় ও তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
অতপর খালেক মীরের ডাক চিৎকার শুনে তার ছেলে আজমল মীর ঘটনাস্থলে ছুটে গেলে জামাল শরীফের স্ত্রী শামীমা আক্তার রুমা তার হাতে থাকা দেশীয় অস্ত্র(কাচি)দিয়ে আজমল মীরকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করে।এসময় হামলায় আরো অংশ নেয় জামাল শরীফের মেয়ে রেশমা বেগম (২৫) এতে আজমল মীরের দুই হাতে বেষ কয়েকটি সেলাই দেয়ার প্রয়োজন হয়।
শেবাচিমের অর্থোপেডিক্স এর কর্তব্যরত চিকিৎসক জানান,আজমল মীরের অবস্থা খুবই আশঙ্কাজনক, ধারালো অস্ত্রের কোপে তার দুই হাতের রগ পর্যন্ত পৌছে তার শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে তবে সুস্থ হতে সময় লাগবে।এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে জামাল শরীফ তার স্ত্রী শামীমা আক্তার রুমা এবং তাদের মেয়ে রেশমা বেগম শেবাচিম হাসপাতালে ভর্তি হয়।
জামাল শরীফ ও তার স্ত্রী শামীমা আক্তার রুমার আঘাত অতোটা গুরুতর নয় মন্তব্য করে রবিবার তাদের শেবাচিম থেকে নাম কেটে দেন সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক।এই ঘটনায় শনিবার রাতেই কাউনিয়া থানায় একটি হত্যা চেস্টা মামালা দায়ের হয়েছে যাহার মামলা নং- ০৩।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জসিম জানান,অভিযুক্ত আসামীদের তদন্তভার পাওয়ার পরে সোর্সের মাধ্যমে তাদের লোকেশন শনাক্ত করে আসামিদের দুপুরে দিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
Leave a Reply