বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস পরিস্থিতিতে অপ্রয়োজনে দোকান খোলা রাখা ও কেনাকাটায় স্বাস্থ্য সুরক্ষা বিধি অমান্য করায় ৯টি প্রতিষ্ঠান এবং দুজন ক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন ও মেহরাজ শারবিন নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নগরের খেয়াঘাট, লঞ্চঘাট, সিটি মার্কেট, মহসিন মার্কেট, চকবাজার, গির্জামহল্লা, সদর রোড, কাকলির মোড়, বগুড়া রোড ও বটতলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখায় ৩টি দোকানকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নগরের চকবাজার, গির্জামহল্লা, বাজার রোড, পদ্মাবতী ও কাটপট্টি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন ও মেহরাজ শারবিন।
এ সময় নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৬টি দোকানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি শিশু সন্তান নিয়ে কেনাকাটার উদ্দেশে দোকানে আসায় দুইজন ক্রেতাকে ২শ’ টাকা করে মোট ৪শ’ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply