সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে একটি আবাসিক হোটেল থেকে মিরন চন্দ্র হালদার নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নগরীর সদর রোডের হোটেল এরিনা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিরন চন্দ্র জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের বরুন চন্দ্র হালদারের ছেলে। তিনি বাকেরগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে রোগী দেখতেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, দুপুরে হোটেল এরিনার ৬০৮ নম্বর কক্ষে মিরন চন্দ্র হালদারের লাশ দেখে পুলিশে খবর দেন কর্তৃপক্ষ। পরে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরো জানান, নিহতের হাতে ক্যানোলা ছিল। এটি হত্যা না আত্মহত্যা তদন্তের আগে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Leave a Reply