সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ওই ছাত্রীকে ধর্ষণের পর নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন তার ভাই সঞ্জয় সরকার। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মৌখিক অভিযোগ দিয়েছে তার পরিবার। জানা গেছে, সমাজবিজ্ঞানের ছাত্রী প্রিয়াংকা উজিরপুর উপজেলার মুন্সিরতাল্লুক গ্রামের গোপাল সরকারের মেয়ে। বিএম কলেজের বিপরীতে তালভিটা গলিতে সাবেক পুলিশ সুপার মরহুম বেলায়েত হোসেনের মালিকানাধীন ‘খান ভিলায়’ ভাড়া থাকতো সে।
গত ১৯ জুন ওই ভাড়া বাসায় রহস্যজনকভাবে প্রিয়াংকা অসুস্থ হলে তাকে প্রথমে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৩ জুন ঢাকায় নেওয়া হয় তাকে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধ্যায় প্রিয়াংকার মৃত্যু হয়।
প্রিয়াংকার ভাই সঞ্জয় সরকার মুঠোফোনে জানান, গত ৪ বছর ধরে প্রিয়াংকা পড়াশোনার জন্য বরিশালের বিভিন্ন মেসে ভাড়া থাকতো। মাস ছয়েক আগে বিএম কলেজের সামনে তালভিটা দ্বিতীয় গলির খান ভিলার একটি কক্ষ ভাড়া নেয় সে। একই বাসায় থাকে বাড়ির মালিক প্রয়াত বেলায়েত হোসেনের স্ত্রী পিয়ারা বেগম ও তার ছোট ছেলে সোহেল খান। গত ১৯ জুন রাতে মুমূর্ষু অবস্থায় প্রিয়াংকাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মুঠোফোনে স্বজনদের জানানো হয় প্রিয়াংকার জ্বর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সঞ্জয় সরকার অভিযোগ করেন, তার বোনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সে অজ্ঞান থাকায় তার অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি। অসুস্থ হওয়ার একদিন পর বাড়ির মালিক স্বজনদের খবর দেয়ায় পুরো ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে তাদের কাছে। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পেয়ে তিনি ঘটনার তদন্ত শুরু করেছেন। তাৎক্ষণিক ঘটনান্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ঢাকার শাহাবাগ থানার ওসি, এসি ও এডিসিকে অবহিত করা হয়েছে। কোন অপরাধ সংঘটিত হয়েছে কি-না তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
খান ভিলার মালিক পিয়ারা বেগম বলেন, কি হয়েছে তা তিনি বলতে পারবেন না। গত ১৯ জুন রাতে গোঙ্গানির শব্দ শুনে প্রিয়াংকার ঘরে গিয়ে তাকে বাথরুমের পাশে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পর পরই স্বজনদের না জানিয়ে কেন পরদিন জানানো হলো তার কোন সদুত্তর সাংবাদিকদের দিতে পারেননি তিনি।
Leave a Reply