সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ফরিদপুরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে রাজবাড়ি জেলার কালুখালির চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।
আটককৃতের নাম রাসেল দেওয়ান (১৫)। সে কালুখালীর পশ্চিম রতনদিয়া গ্রামের জনৈক তাইজুল দেওয়ানের ছেলে।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গত ২০ সেপ্টেম্বর সোনিয়া নামে এক নারীর লাশ উদ্ধারের পর কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।মামলা দায়েরের পর থেকে অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য তদন্ত শুরু করে র্যাব। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে জড়িত রাসেলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।
Leave a Reply