বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মাস্ক ব্যবহার না করাসহ সরকারি নির্দেশনা অম্যান্য করায় পৃথক অভিযানে ৭ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার নগরীর নথুল্লাবাদ ও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
এ সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করে প্রকাশ্যে ধূমপান করায় ৩ যাত্রীকে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, গির্জা মহল্লা , বাংলাবাজার ও সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ সময় অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ৪ ব্যক্তিকে মোট ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply